শুক্র সকাল থেকে বৃষ্টি কলকাতায়, আষাঢ় শেষে ভিজছে দক্ষিণবঙ্গ...
আজকাল | ১২ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: হাওয়া অফিস আগেই জানিয়েছিল, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। তবে বৃহস্পতিতে স্বস্তি না এলেও শুক্রবার সকাল থেকেই মহানগরসহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আকাশ মেঘলা, বৃষ্টি হচ্ছে হালকা থেকে মাঝারি।
বর্ষার প্রথমভাগে দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য হাহাকার থাকলেও উত্তরের বর্ষণ হয়েছে ব্যাপক হারে। অতি বৃষ্টিতে দুর্যোগ উত্তরের জেলাগুলিতে। বৃহস্পতির পর শুক্রবারেও ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি,কোচবিহার ও কালিম্পং জেলায়। সঙ্গে সতর্কতা বজ্রবিদ্যুতের।