• নিয়ন্ত্রণে থাকলেও প্রস্তুতির খামতি নেই, ট্রপিক্যালে চারটি ডায়ালিসিস শয্যা এইচআইভি আক্রান্তদের জন্য...
    আজকাল | ১২ জুলাই ২০২৪
  • বিভাস ভট্টাচার্য

    প্রতীক্ষা শেষ। এবার কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন (এসটিএম) নিজেই করবে এইচআইভি রোগীদের ডায়ালিসিস। এর জন্য আলাদা করে রাখা হয়েছে চারটি বিশেষ শয্যা। যা শুধুমাত্র ব্যবহার করা হবে এই রোগীদের জন্যই। খুব শীঘ্রই এই বিশেষ বিভাগটি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

    এবিষয়ে এসটিএম-এর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও বালির তৃণমূল কংগ্রেসের বিধায়ক ডা. রানা চ্যাটার্জি বলেন, 'রাজ্যে চিকিৎসার প্রসারে এবং বিশেষ করে গরীব ও সাধারণ মানুষের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী একাধিক উদ্যোগ নিয়েছেন। সরকারি হাসপাতালে চিকিৎসা মানেই রোগীর আর্থিক সুরাহা হয়। এই হাসপাতালে গোটা রাজ্য থেকেই বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত রোগীরা আসেন। তাঁদের মধ্যে যারা এইচআইভিতে আক্রান্ত এবং ডায়ালিসিস করার প্রয়োজন আছে তাঁদের জন্যই হাসপাতালে এই বিশেষ ব্যবস্থা চালু হতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে আমরা এই বিশেষ বিভাগটি এবং সেইসঙ্গে হেপাটাইটিস বি রোগে আক্রান্ত রোগীদের ডায়ালিসিস ইউনিটটি উদ্বোধন করতে আগ্রহী। তাঁর কাছে এজন্য সময় চাওয়া হয়েছে।'

    এতদিন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন এইচআইভি রোগীদের ডায়ালিসিস করানোর জন্য এসটিএম অন্যান্য সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল ছিল‌। এবিষয়ে এসটিএম-এর এক চিকিৎসক জানান, মূলত এসএসকেএম ও রোগীর অবস্থা যদি সঙ্গীন থাকত তবে পাশেই কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল-এ রোগীদের ডায়ালিসিস করানো হত। সেক্ষেত্রে যদি সেখানে অন্য রোগী থাকতেন তবে এসটিএমের অপেক্ষা করা ছাড়া আর কোনও পথ ছিল না।

    তবে ওই চিকিৎসক জানিয়েছেন, এই মুহূর্তে এইচআইভি রোগটি রাজ্যে নিয়ন্ত্রণেই আছে। পাশের রাজ্যে ত্রিপুরায় এই রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও এই রাজ্যে সেরকম কোনও খবর নেই।
  • Link to this news (আজকাল)