• ভয়াবহ অগ্নিকাণ্ড আইসক্রিমের গোডাউনে, আগুনের গ্রাসে গেঞ্জি কারখানাও...
    আজকাল | ১২ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: একদিকে বৃষ্টি, তারমধ্যেই জ্বলছে আগুন। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় পরে আগুনের উৎসস্থলে পৌঁছেছেন দমকল কর্মীরা, সূত্রের খবর তেমনটাই। ঘটনাস্থল নাগেরবাজার। জানা গিয়েছে শুক্রবার রাত আড়াইটা নাগাদ আগুন লাগে ২৯ নম্বর যশোর রোডের আইসক্রিমের গোডাউনে। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবল আতঙ্ক এলাকায়।

    ঠিক কী ঘটেছে? স্থানীয় সূত্রের খবর, মাঝরাতে আচমকাই তাঁরা বুঝতে পারেন আগুন লেগেছে আইসক্রিমের গোডাউনে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের ২০টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। আইসক্রিম গোডাউনের আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি কারখানাতেও। দীর্ঘক্ষনের চেষ্টার পরেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও, প্রাথমিকভাবে স্থানীয়রা মনে করছেন শট সার্কিট থেকে আগুন লাগে। এলাকায় বাড়ছে আতঙ্ক। বিপুল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, কারখানা, গোডাউনে কেউ আটকে নেই। সকলকে বের করে আনা হয়েছে।

    উল্লেখ্য, শহরে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে। পার্কস্ট্রিটের শপিং মল, গার্স্টিন প্লেস, চৌবাগা, মাঠপুকুরের পর এবার জনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
  • Link to this news (আজকাল)