এ যেন ফেনার পাহাড়! দুর্গাপুরের কুনুর নদীতে চমকে দেওয়া দৃশ্য
এই সময় | ১২ জুলাই ২০২৪
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বয়ে চলেছে কুনুর নদী। বর্ষায় সেই নদীতে জলও বেড়েছে। কিন্তু তারই মাঝে নদীতে দেখা গেল এক বিরল দৃশ্য। সাদা ফেনায় ভরে গিয়েছে নদী। কার্যত ফেনার পাহাড় তৈরি হয়েছে নদীর খাত ও দুই পাশে। বিষয়টি নজরে আসার পরেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে গোটা এলাকায়। পথচলতি মানুষজন রীতিমতো মতো থমকে গিয়ে দেখছে সেই ফেনা। স্থানীয়দের কারও কারও অভিযোগ, মিথেন গ্যাস উত্তোলনকারী সংস্থার বর্জ্য মিশ্রিত দূষিত জল কুনুর নদীতে পড়ছে। আর তার জেরেই চরম দূষণের গ্রাসে পড়েছে নদী। ফলে তার জেরেই এই ফেনা বলে মনে করছেন তাঁরা। এর ফলে চাষের জমি ও নদীর মাছের ক্ষতি হবে বলেও আশঙ্কা করা হচ্ছে।জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে প্রথমে স্থানীয় কয়েকজনের চোখে এই দৃশ্য ধরা পড়ে। তা দেখে প্রথমে কার্যত হতভম্ব হয়ে পড়েন তাঁরা। একে একে সেই দৃশ্য দেখতে অনেকেই ভিড় জমান। দুর্গাপুর ফরিদপুর ব্লকের পাশেই রয়েছে কুনুর নদী। আর এই নদীর পাশেই রয়েছে বেসরকারি মিথেন গ্যাস উত্তোলককারী সংস্থা। সেই সংস্থার বর্জ্য মিশ্রিত দূষিত জল কুনুর নদীতে পড়ছে। তার ফলেই এই ফেনা বলে মনে করছেন কেউ কেউ।
শ্রীকান্ত কুণ্ডু নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, 'ফেনার মতো বের হচ্ছে। এই প্রথম এমনটা দেখলাম। এর আগে কখনও এমনটা দেখা যায়নি। এতে চাষের ক্ষতি হবে। কারণ এই জলে চাষ করা যাবে না। জলে ভালোই রাসায়নিক রয়েছে।' আবার শ্রীকান্ত হাজরা নামে এক ব্যক্তি বলেন, 'আগে কোনওদিন এমন ফেনা দেখা যায়নি। এই প্রথম দেখছি।' এর ফলে চাষের ক্ষতি হবে বলেই আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এদিকে প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সীতারাম রুইদাস বলেন, 'কী ভাবে ফেনা হচ্ছে তা আমরা ঠিক বলতে পারব না। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। জল পরীক্ষার ব্যবস্থা করা হবে।' এক্ষেত্রে ওই বেসরকারি মিথেন গ্যাস উত্তোলনকারী সংস্থা সংস্থার বর্জ্য মিশ্রিত দূষিত জল নদীতে মেশার কারণেই এমনটা ঘটছে কি না, সেই বিষয়েও কিছু বলতে চাননি তিনি।
উল্লেখ্য, কয়েক বছর সালে দিল্লির কালিন্দি কুঞ্জের কাছে যমুনা নদীতেও এই ধরনের ফেনা ভাসতে দেখা গেল। যে ঘটনাকে ঘিরে সেই সময় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় রাজধানীর বুকে। আর এবার তেমনটা দেখা গেল দুর্গাপুরে।