• নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্মাণ বাইপাস রোডের? বড় খবর দিল উলুবেড়িয়া পুরসভা
    এই সময় | ১৩ জুলাই ২০২৪
  • উলুবেড়িয়া গঙ্গারামপুর মোড় থেকে শুরু হয়ে জেটিঘাটা পর্যন্ত হবে বাইপাস রাস্তা শীঘ্রই উপহার পেতে চলেছেন জেলার বাসিন্দারা। এই রাস্তার কাজের অগ্রগতি নিয়ে শুক্রবারই বৈঠক করলেন পূর্ত দফতরের আধিকারিকরা। রাস্তা নির্মাণের কাজে গতি আনতে নেওয়া হল বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।উলুবেড়িয়া শহরকে যানজট দূর করতে একটি বাইপাস রাস্তা তৈরির পরিকল্পনা করেছিল উলুবেড়িয়া পুরসভা। সেইমতো, পূর্ত দফতর বাইপাস রাস্তাটি তৈরির সিদ্ধান্ত নেয়। এরপর গত ২৬ ফেব্রুয়ারি এই বাইপাস রাস্তার কাজের সূচনা করেছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। আর এরপরেই জোরকদমে বাইপাস রাস্তার কাজ শুরু হয়েছে।

    রাস্তার কাজের অগ্রগতি নিয়ে শুক্রবার বিকেলে উলুবেড়িয়া গঙ্গারমপুরে পূর্ত ডিএফতরের অফিসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল শুক্রবার। এদিনের এই বৈঠক সর্ম্পকে পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান, মন্ত্রী পুলক রায়ের উদ্যোগে বাইপাস রাস্তার কাজ শুরু হয়েছে। আর এই কাজ করতে গিয়ে কোথায় কী সমস্যা হচ্ছে সেটা খতিয়ে দেখতে শনিবার বিভিন্ন দফতরকে নিয়ে যৌথভাবে এলাকা পর্যবেক্ষণ করা হবে।

    তিনি আরও জানান, বাইপাস রাস্তার কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে একটি তারিখ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে পানীয় জলের পাইপ লাইন, বিদ্যুতের লাইন সরিয়ে ফেলতে হবে। গঙ্গারমপুরের সেতুর কাজ ও শেষ করতে হবে। চেয়ারম্যান অভয় দাস জানান, সরকারের পক্ষ থেকে বাইপাস রাস্তা শেষ করার যে দিন ধার্য করা হয়েছে তার মধ্যে কাজ শেষ করাটাই আমাদের মূল লক্ষ্য।

    প্রসঙ্গত, উলুবেড়িয়া শহরের বাইপাস রাস্তা উলুবেড়িয়া গঙ্গারামপুর মোড় থেকে শুরু হয়ে জেটিঘাটা পর্যন্ত হবে। ৩.৬৫ কিলোমিটার দীর্ঘ এই বাইপাস রাস্তা নির্মাণ ছাড়াও গঙ্গারামপুর মোড় এবং মিশন স্কুলের কাছে মেদিনীপুর পূর্ব ক্যানেলের উপর ২টি ৩০ মিটার লম্বা ও ৭ মিটার চওড়া ঢালাই সেতু নির্মাণ করা হবে। এছাড়াও সাধারণ মানুষের সুবিধার্থে ৮টি কালভার্ট ও নির্মাণ করা হবে। রাস্তার দুইদিকে আড়াই মিটার করে ফুটপাত নির্মাণ করা হবে। রাস্তা নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা যাবে বলে এদিনের বৈঠকে সহমত হন পূর্ত দফতরের আধিকারিকরা।
  • Link to this news (এই সময়)