অর্ণব দামকে পিএইচডি করতে দিতে হবে! এবার চিঠি গেল স্বয়ং মুখ্যমন্ত্রীর দরবারে...
আজকাল | ১৩ জুলাই ২০২৪
মিল্টন সেন: মাও নেতা অর্ণব দামকে পিএইচডি করতে দিতে হবে। শুক্রবার এই দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিল অল ইন্ডিয়া পিপলস ফোরাম। বৃহস্পতিবার হুগলি সংশোধনাগারে গিয়ে অর্ণব দামের সঙ্গে কথা বলেন এআইপিএফ প্রতিনিধিরা। সংগঠনের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য সুদর্শন বোস জানান, 'অর্ণব দুই দিনের অনশন করেছিলেন। তবে সেই অনশন কারোর বিরোধিতা করে নয়। তাঁর দাবি ছিল তাঁকে যাতে কাউন্সেলিংয়ের মাধ্যমে পিএইচডির ক্লাস করতে দেওয়া হয়।'
রাজ্যের শিক্ষামন্ত্রী, কারামন্ত্রী সহ তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা সকলেই চাইছেন জটিলতা কাটুক। সংশোধনাগারে বন্দি থাকলেও অর্ণব যেন পিএইচডি করতে পারেন। এদিন সুদর্শন বাবু বলেছেন, অর্ণবের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি জানান, 'কেউ দোষী হলে তাঁর বিচার আদালতে হয়। কিন্তু পড়াশোনা একটা সামাজিক বিষয়। সেখানে বাধা থাকা উচিত নয়। এই বিষয়ে সরকারের কোনও আপত্তি নেই, অথচ বিশ্ববিদ্যালয় কেন বাধ সাধছে?' তাঁর প্রস্তাব, যদি নিরাপত্তার প্রশ্ন থেকে থাকে, তাহলে অর্ণবকে হুগলি থেকে বর্ধমান জেলে নিয়ে যাওয়া যেতে পারে।