• ২৮ মাস পর বগটুই গণহত্যা মামলায় চার্জগঠন
    আজকাল | ১৩ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : অবশেষে বগটুই গণহত্যা মামলায় চার্জগঠন করা হল। ২৮ মাস পর রামপুরহাট মহকুমা আদালতে চার্জগঠন করা হল। ২০২২ সালের ২১ মার্চ বগটুই পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনার জেরে গণহত্যার ঘটনা হয়। আগুনে পুড়িয়ে মারা হয়েছিল ১০ জনকে।

    এই অগ্নিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখকে ঘটনার ৯ মাস পর গ্রেপ্তার করা হয়। তবে ১২ ডিসেম্বর সিবিআই হেপাজতে অস্বাভাবিক মৃত্যু হল লালন শেখের। ছড়িয়ে পড়ে উত্তেজনা। এরপর রাজ্য সরকার সিট গঠন করে। তদন্তভার হাতে নেয় সিবিআই। সিটের পক্ষ থেকে ৩৩ জনের নামে গণহত্যার অভিযোগ দায়ের হয়। পরে যুক্ত হয় আরও ৩ জনের নাম। 
  • Link to this news (আজকাল)