• ঢোলাহাটে যুবকের মৃত্যু, ২৪ ঘন্টার মধ্যে হবে দ্বিতীয়বার ময়নাতদন্ত, উপস্থিত থাকবেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ...
    আজকাল | ১৩ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ঢোলাহাটে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই ময়নাতদন্ত করতে হবে আগামী ২৪ ঘন্টার মধ্যে। একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছে এই ঘটনার তদন্তে কোনওভাবেই যুক্ত থাকতে পারবেন না স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক। আদালতের নির্দেশে, শনিবারের মধ্যে এই ময়নাতদন্ত হবে এবং রিপোর্ট জমা দিতে হবে আগামী ২২ জুলাইয়ের মধ্যে। আদালত জানিয়েছে, মৃত যুবক আবু সিদ্দিক হালদারের ময়নাতদন্ত একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করতে হবে। গোটা ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করতে হবে এবং ভিসেরা হায়দরাবাদে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠাতে হবে। 

    গোটা বিষয়টির নেপথ্যে একটি চুরির ঘটনা। জানা গিয়েছে, গত ৩০ জুন মৃত যুবকের কাকা মহসিন হালদারের বাড়ি থেকে কিছু সোনার গয়না চুরি হয়। মহসিনের তরফে পুলিশে অভিযোগ জানানোর পর পরের দিন পুলিশ তাঁকে এবং তাঁর ভাইপো আবুকে থানায় নিয়ে যায়।  পুলিশের বিরুদ্ধে অভিযোগ, জোর করে মহসিনকে দিয়ে ভাইপোর বিরুদ্ধে লিখিতভাবে চুরির অভিযোগ করানো হয়েছে এবং আবুকে মারধর করা হয়েছে। 

    গত ৪ জুলাই কাকদ্বীপ মহকুমা আদালতের নির্দেশে আবুকে জামিন দেওয়া হলেও বাড়ি ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ভর্তি করা হয় পার্ক সার্কাস এলাকায় একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে। রাতেই আবু মারা যান। পরিবারের অভিযোগ, পুলিশের মারে জখম হয়েই তাঁর মৃত্যু ঘটেছে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। এরপরেই আদালত ময়নাতদন্তের নির্দেশ দেওয়া ছাড়াও যে বেসরকারি হাসপাতালে আবুর মৃত্যু হয়েছে সেই হাসপাতালের ভূমিকাও খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে।
  • Link to this news (আজকাল)