মিল্টন সেন,হুগলি: গোপনে চলছিল নিষিদ্ধ গাঁজা চাষ। আচমকা হানা দিল পুলিশ। ঘটনাস্থল বলাগড় ব্লকের গুপ্তিপাড়ার চরকৃষ্ণ বাটি এলাকা। সেখানকার গঙ্গার তীরবর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ করা হয়েছিল নিষিদ্ধ গাঁজার। জনমানবহীন এলাকা, তাই খবর ছিল না কারো কাছেই। সম্প্রতি এই বেআইনি চাষের খবর আসে বলাগড় থানার ওসি রাজকরণ মুখার্জির কাছে।
অনেকটা এলাকা জুড়ে গোপনে গাঁজা চাষ করা হয়েছিল। এদিন সেই জমিতে হানা দিয়ে গাঁজা গাছ কেটে নষ্ট করে দেয় পুলিশ বাহিনী। ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না হলেও এই নিষিদ্ধ চাষের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ। বলাগড় থানার তরফে জানানো হয়েছে, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আগামী দিনেও এই ধরনের অভিযান আরও হবে। ছবি পার্থ রাহা।