• ‌সুফল বাংলার মাধ্যমে কম দামে বিক্রি হচ্ছে কাঁচা আনাজ,‌ খুশি ক্রেতারা...
    আজকাল | ১৩ জুলাই ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ বাজারদর নিয়ন্ত্রণে জেলা জুড়ে নিয়মিত অভিযান চলছে। গ্রাম থেকে শহর সর্বত্রই বাজারে হানা দিচ্ছেন সরকারি আধিকারিকরা। কাঁচা অনাজের দাম নিয়ন্ত্রণ করতে এবার জেলা প্রশাসনের তরফে সুফল বাংলার মাধ্যমে কম দামে কাঁচা আনাজ বিক্রির ব্যবস্থা করা হল। বাজারের থেকে অপেক্ষাকৃত অনেকটাই কম দামে সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা। কাঁচা আনাজের দাম কমাতে বাজারে বাজারে নজরদারির পর এবার ক্রেতাদের সুরাহা দিতে কাঁচা আনাজ বিক্রি শুরু করল জেলা প্রশাসন। শুক্রবার হুগলি জেলাশাসক দপ্তরের সামনে সরকারি উদ্যোগে গাড়ি করে সবজি বিক্রি শুরু হয়। হুগলি জেলা উদ্যান পালন দপ্তরের কৃষি ফার্ম রয়েছে। সেখানেই নানা ধরনের সবজি চাষ হয়। পালংশাক, পেঁপে, বেগুন, বরবটি, ক্যাপসিকাম, টমেটো, শশা, ধনেপাতা ইত্যাদি উৎপাদন হয় সময় অনুযায়ী। বর্ষায় পলি হাউসে সবজি চাষ হয়েছে।




  • Link to this news (আজকাল)