রতুয়া-১ ব্লকে নদী ভাঙন পরিদর্শনে সেচদপ্তরের কর্তারা
বর্তমান | ১৩ জুলাই ২০২৪
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: শুক্রবার মালদহ জেলার রতুয়া-১ ব্লকের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন সেচদপ্তরের আধিকারিকরা। দপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্লকের বিলাইমারি অঞ্চলের খাসমহল, ভাসারাম টোলায় ভাঙন পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। এদিন এলাকার ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখেন সেচদপ্তরের মুখ্য বাস্তুকার (উত্তর) গোরাচাঁদ দত্ত, মহানন্দা এমব্যাঙ্কমেন্ট ডিভিশনের নির্বাহী বাস্তুকার শুভঙ্কর গুড়িয়া সহ অন্যান্য আধিকারিকরা। কোশি নদী ও ফুলহর নদীর সংযোগ স্থলে ১০৫০ থেকে ১২০০ মিটার এলাকাজুড়ে ভাঙন হয়েছে। ভাসারামটোলা প্রাথমিক বিদ্যালয় যে কোনও মুহূর্তে নদীগর্ভে চলে যেতে পারে। স্কুল থেকে ফুলহর নদী মাত্র ১৫ মিটার দূরে রয়েছে। মহানন্দা এমব্যাঙ্কমেন্ট ডিভিশনের নির্বাহী বাস্তুকার শুভঙ্কর গুড়িয়া বলেন, বর্তমানে গঙ্গা ও ফুলহর নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। গঙ্গা (মানিকচক ঘাটে) নদীর জলস্তর ২৩.৮০ মিটার, যেখানে বিপদসীমা হচ্ছে ২৪.৬৯ মিটার। ফুলহর (তেলজান্না) নদীর জলস্তর বর্তমানে ২৬.৪০ মিটার, যেখানে বিপদসীমা ২৭.৪৩ মিটার। উভয় নদী বিপদসীমার সামান্য দূরে অবস্থান করছে। সেচদপ্তরের পক্ষে ভাঙন কবলিত এলাকা সরেজমিনে খতিয়ে দেখা হয়েছে। ভাঙন রোধে সেচদপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।