• বালুরঘাটে জবরদখল মুক্ত করার কাজ চলছে জোরকদমে
    বর্তমান | ১৩ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: এবার আর ছাড় নয়, অভিযানের দ্বিতীয় দিনে একেবারে রাফ অ্যান্ড টাফ বালুরঘাট পুরসভা। জিরো টলারেন্স নীতি নিয়েই অবৈধ নির্মাণ ও দোকানঘর ভেঙে ফেলার নির্দেশ পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রের। শুক্রবার বালুরঘাট বাসস্ট্যান্ড, আর্য সমিতি এবং হিলি মোড় পর্যন্ত অভিযানে আর্থমুভার দিয়ে বেশকিছু নির্মাণ ভেঙে ফেলা হল। এদিনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সঙ্গে ছিলেন থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ বিশাল পুলিস বাহিনী। তবে শহরের বেশিরভাগ ব্যবসায়ীরাই এদিন আগে থেকেই সতর্ক ছিলেন। যাঁরা ফুটপাত দখল করে এতদিন ব্যবসা চালাচ্ছিলেন, তাঁদের অধিকাংশই জায়গা ছেড়ে দিয়েছেন। পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, আমরা ১০ জুলাই পর্যন্ত ব্যবসায়ীদের সময় দিয়েছিলাম। এদিন আমরা অভিযানে নেমেছি। অনেক ব্যবসায়ীই নিজস্ব প্রতিষ্ঠানে সামগ্রী রেখেই ব্যবসা করছেন। কিছু ক্ষেত্রে দেখছি ব্যবসায়ীরা এখনও বেআইনি নির্মাণ ভাঙেননি। তাঁদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। প্রতিদিনই এই অভিযান চলবে। আমরা যেভাবে সহযোগিতা করছি, ব্যবসায়ীরাও সহযোগিতা করছেন। তবেই সাধারণ মানুষের সুবিধা হবে।
  • Link to this news (বর্তমান)