সংবাদদাতা, কালিয়াগঞ্জ: বৃষ্টির জল পেতেই কালিয়াগঞ্জ শহরের পাশাপাশি ব্লকের বিভিন্ন এলাকায় বাড়ছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ। শহরের মহাদেবপুর, পালপাড়া, পীরপুকুর, চক মজলিসপুর, ধনকৈল সহ বিভিন্ন এলাকায় ফাঁকা জায়গায় এই বিষাক্ত গাছের সঙ্গে বেড়েছে আগাছা।
পার্থেনিয়াম ফুলের রেণু অত্যন্ত ক্ষতিকর। শ্বাসকষ্ট সৃষ্টি করে এবং অ্যালার্জি হয়। কালিয়াগঞ্জ শহরের বাসিন্দা সত্যব্রত কুণ্ডুর কথায়, বর্ষার সময় জনবসতিপূর্ণ এলাকা ও শহরের রাস্তার ধারে প্রচুর পার্থেনিয়াম গাছ জন্মেছে। অবিলম্বে পুরসভার সাফাই অভিযান চালানো প্রয়োজন।
কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা বলেন, বর্ষাকাল এলেই শহরে বিভিন্ন এলাকায় পার্থেনিয়াম গাছ জন্মায়। সাফাই করা হলেও ফের গজিয়ে উঠছে। তবে, পুরসভা ফের কর্মসূচি নেবে।
ব্লকের অন্য এলাকায় পার্থেনিয়ামের বাড়বাড়ন্ত নিয়ে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার বলেন, প্রতিটি পঞ্চায়েতের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে সাফাই অভিযান চালাতে।