• ১৪ লক্ষ টাকায় সাজছে বামনগোলার পার্ক
    বর্তমান | ১৩ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, হবিবপুর: নতুনভাবে সেজে উঠতে চলেছে বামনগোলার টাইগার হিল পার্ক। প্রায় ১৩ বিঘা জমিতে তিন বছর আগে জগদলা পঞ্চায়েতের ডাবর এলাকায় পার্কটি তৈরি হয়। তখন বেশকিছু রকমারি ফুল ও গাছ দিয়ে সাজিয়ে বসার জায়গার ব্যবস্থা ছিল। ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই পার্ক। বামনগোলার জগদলা, চাঁদপুর, পাকুয়াহাট পঞ্চায়েত সহ হবিবপুর ব্লকের বেশকিছু এলাকার শিশু ও বাসিন্দারা অবসরে ভিড় জমান এই পার্কে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ছুটির দিনে বনভোজন করেন পার্ক চত্বরে। স্থানীয় বাসিন্দদের দাবি ছিল, পার্কটির সৌন্দর্যায়ন করা। 


    পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, পার্কটিতে ১৪ লক্ষ টাকা খরচ হবে। শিশু, কিশোরদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন জীবজন্তুর মূর্তি বসানো হবে। থাকবে দোলনা, জাম্পিং ফ্লোর সহ একাধিক খেলনা। বোটিংয়ের ব্যবস্থা থাকবে। আরও গাছগাছালি লাগানো হয়েছে পার্কে। এজন্য এবার থেকে পার্কে প্রবেশমূল্য থাকবে। পঞ্চায়েত প্রধান তুলসী মণ্ডল বলেন, এখনও প্রবেশমূল্য নির্ধারণ হয়নি। শীঘ্রই নির্ধারণ করে তা জানিয়ে দেওয়া হবে। ১৫ আগস্ট নয়া কলেবরে পার্কটি উদ্বোধন করা হবে। পার্কের সৌন্দর্যায়ন বৃদ্ধির পাশাপাশি রক্ষনাবেক্ষণের দাবি জানিয়েছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা সঞ্জয় দাস বলেন, পার্কের চারপাশে তারজালির বেড়া খুলে ফেলা হয়েছে। বিষয়টি প্রশাসনের দেখা উচিত।
  • Link to this news (বর্তমান)