সংবাদদাতা, মালদহ: চরের বাসিন্দাদের কাছে স্বাস্থ্য পরিষেবা আরও দ্রুত ও সহজে পৌঁছে দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। শুক্রবার মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হামিদপুর চরে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, রাজ্যের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা দ্রুততার সঙ্গে সহজলভ্য করে তুলতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন। এই সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার জন্য খরচ হয়েছে ৩৪ লক্ষ টাকা। এতদিন এই চরের বাসিন্দাদের দীর্ঘপথ পাড়ি দিয়ে বাঙিটোলা ব্লক হাসপাতালে যেতে হতো স্বাস্থ্য পরিষেবা পেতে। এবার তাঁদের কাজ অনেকটাই লাঘব হল। এদিন নিজের বিধানসভা কেন্দ্রের মেহেরাপুর এলাকায় একটি কৃষি সমবায় ব্যাঙ্কেরও উদ্বোধন করেন সাবিনা। তিনি বলেন, এই ব্যাঙ্কের মাধ্যমে স্থানীয় কৃষিজীবী বাসিন্দারা উপকৃত হবেন।