সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ মেডিক্যালের মুকুটে নয়া পালক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ‘লক্ষ্য’ প্রকল্পের তালিকায় নাম উঠেছে এই হাসপাতালের। লেবার রুম ও প্রসূতিদের অপারেশন থিয়েটার ব্যবস্থাপনার জন্য এই সাফল্য মিলেছে। রাজ্যের ৮টি হাসপাতালের মধ্যে রয়েছে রায়গঞ্জ মেডিক্যালও। গত ৪ মে দুই সদস্যের একটি দল রায়গঞ্জ মেডিক্যালের লেবার রুম ও প্রসূতিদের অপারেশনের ব্যবস্থাপনা খতিয়ে দেখে। প্রসূতিরা সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন কি না, সেসবও দেখা হয়েছিল। প্রসূতিদের জন্য পরিকাঠামো, ওষুধ, অপারেশন ব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স ব্যবস্থা দেখে রিপোর্ট জমা করেছিল ওই দল। এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেন, এই সাফল্যে আমরা ভীষণ খুশি। চিকিৎসকদের পাশাপাশি নার্সিং টিমের অক্লান্ত পরিশ্রমের ফলে সম্মান পেয়েছি আমরা। যা আর্থিক সাহায্য মিলবে, প্রসূতিদের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করতে পারব।