নিজস্ব প্রতিনিধি, মালদহ: ইংলিশবাজারের যদুপুরের বাসিন্দা পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ‘অপহরণ’ করার অভিযোগ উঠল বউদির বিরুদ্ধে। ওই ছাত্রকে অভিযুক্ত তার বাপের বাড়ি বিহারের কাটিহারে নিয়ে গিয়ে আটকে রেখেছে বলে অভিযোগ। ঘটনায় ছাত্রের পরিবার ইংলিশবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ইংলিশবাজার থানার এক আধিকারিক বলেন, অভিযুক্ত মহিলার সঙ্গে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। তা নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার বিবাদ শুরু হয়। শ্বশুরকে চাপে ফেলতে সে দেওরকে বাপের বাড়ি নিয়ে যাওয়ার নাম করে কিছুদিন আগে নিয়ে যায়। কাটিহারে গিয়ে ওই ছাত্রকে একটি ঘরের মধ্যে আটকে রেখে মারধর করে। মেঝেতে বস্তা পেতে হাত-পা বেঁধে ফেলে রাখে। সেসবের ভিডিও তুলে ওই মহিলা শ্বশুরবাড়িতে পাঠায়। দুই একদিনের মধ্যে আমরা ছাত্রকে উদ্ধার করব। অভিযুক্ত মহিলার সঙ্গে তার প্রেমিকও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে।