চুরির অভিযোগে যুবককে ধরে মারধর, পরে পাকড়াও পুলিসের
বর্তমান | ১৩ জুলাই ২০২৪
সংবাদদাতা, করণদিঘি: মসজিদ থেকে পাম্পসেট চুরির সময় হাতেনাতে এক যুবককে ধরে ফেললেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, উত্তেজিত জনতা তাকে মারধর করে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে করণদিঘির রাঘবপুর গ্ৰামে।
স্থানীয়রা বলেন, রাঘবপুরের একটি মসজিদ থেকে পাম্পসেটের মটর চুরি করে এক যুবক। পালানোর সময় ধরা পরে যায় সে। অভিযুক্তকে মারধর করে পুলিসের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। করণদিঘি থানার পুলিস অভিযুক্তকে জখম অবস্থায় উদ্ধার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আকবর আলি। সে হরিণতোর গ্ৰামের বাসিন্দা। তাকে করণদিঘি গ্ৰামীণ হাসপাতালে পাঠানো হয়।
হরিণতোর গ্ৰামের বাসিন্দারা বলেন, দীর্ঘদিন থেকেই আকবর নানা জায়গায় চুরি করে আসছে। বৃহস্পতিবার শান্তিমোড় থেকে এক যুবকের মোবাইল চুরি করে। ওর বাড়ি থেকে চুরির মোবাইল উদ্ধার হয়।
করণদিঘি থানার পুলিস জানিয়েছে, দুটি চুরির ঘটনায় সে অভিযুক্ত। জখম অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।