• এক ঘণ্টার বৃষ্টিতে থইথই রায়গঞ্জ শহর
    বর্তমান | ১৩ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, রায়গঞ্জ: জল যন্ত্রণা থেকে নিস্তার নেই রায়গঞ্জবাসীর। শুক্রবার দুপুরে এক ঘণ্টার প্রবল বৃষ্টিতে কার্যত জলের তলায় চলে যায় শহরের কিছু এলাকা। বিদ্রোহী মোড়, বীরনগর এলাকায় জল ঢুকে যায় দোকানেও।


    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্রোহী মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত ব্যস্ততম রাস্তায় একটু বৃষ্টিতে জল জমে যায়। সমস্যায় পড়তে হয় রায়গঞ্জ মেডিক্যালের রোগীদের। অভিযোগ, বছরের পর বছর সমাধানের পদক্ষেপ নেয়নি পুরসভা। রায়গঞ্জের বাসিন্দা অসিত কুমার সাহা বলেন, অল্প বৃষ্টি হলেই এই এলাকায় জল জমে যায়। আগে দ্রুত জল নামলেও এখন অনেক সময় লাগে। ড্রেনগুলি নিয়মিত পরিষ্কার হয় না। পুর প্রশাসনের সেদিকে গুরুত্ব দেওয়া উচিত্।


    স্থানীয় দোকানদার কানাই সাহার কথায়, বৃষ্টি হলেই জল ঢুকে যায় দোকানে। আমাদের ব্যবসা মার খায়। এবাবে চলতে থাকলে বর্ষায় আধপেটা থাকতে হবে।


    রায়গঞ্জ পুরসভার উপ পুরপ্রশাসক অরিন্দম সরকার এই সমস্যার জন্য এলাকার ব্যবসায়ীদের দায়ী করেছেন। তিনি বলেন, জল জমার ঘটনা দীর্ঘদিনের। তবে, আগে দ্রুত নেমে যেত। এলাকার ব্যবসায়ীরা ড্রেনে প্লাস্টিক, আবর্জনা ফেলে জল যাওয়ার ড্রেনের মুখ বন্ধ করে দিয়েছেন। ড্রেনের স্ল্যাব আটকে তার উপরে দোকানদারি করছেন বলে নিয়মিত পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। পুরসভার তরফ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)