• জ্বরের প্রকোপ, ঋষিপুর হাইস্কুলে পড়ুয়াদের রক্তের নমুনা সংগ্রহ
    বর্তমান | ১৩ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, হবিবপুর: জ্বরের কারণে অনেক পড়ুয়া স্কুলে আসছে না। অনেকে আবার ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়ছে। কয়েকদিন ধরে হবিবপুর ব্লকের ঋষিপুর হাইস্কুলের পড়ুয়াদের মধ্যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। এমনটা বুঝতে পেরে স্কুল কর্তৃপক্ষ হবিবপুর ব্লক স্বাস্থ্যদপ্তরের দ্বারস্থ হয়। সেই অনুযায়ী শুক্রবার ২৮ জন পড়ুয়ার রক্তের নমুনা সংগ্রহ করল ব্লক স্বাস্থ্যদপ্তর। স্কুলের প্রধান শিক্ষক ধনঞ্জয় ঘোষ বলেন, অধিকাংশ ছাত্রছাত্রীর মধ্যে জ্বরের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়। তিনি এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এদিন ছাত্রছাত্রীদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিএমওএইচ বাবর আলি বলেন, বিষয়টি স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারি। সংখ্যায় বেশি হওয়ার কারণে বিদ্যালয়েই ছাত্রছাত্রীদের রক্তের নমুনা সংগ্রহের কর্মীদের জন্য পাঠানো হয়েছে। টেস্ট করে দেখা হবে ম্যালেরিয়া না ডেঙ্গু। সেইমতো ওষুধের ব্যবস্থা করা হবে।
  • Link to this news (বর্তমান)