• বারাসতে পাইপলাইনে মিলবে রান্নার গ্যাস, কাজ শুরু
    বর্তমান | ১৩ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি রান্নার গ্যাস সরবরাহের তোড়জোড় বারাসতে। শুক্রবার বারাসতের ২৮ নম্বর ওয়ার্ড থেকেই এই কাজ শুরু হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, কাউন্সিলার চৈতালি ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই কাজ করবে একটি বেসরকারি গ্যাস সরবরাহকারী সংস্থা। ওই সংস্থা সূত্রে জানা গিয়েছে, চলতি মাসেই বিভিন্ন ওয়ার্ডে পাইপলাইন পাতার কাজ শুরু হবে। সংযোগের জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদন জমা নেওয়া হবে। দ্রুত এই কাজ শেষ করা হবে। এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখেই এই প্রক্রিয়া চলবে। মানুষ সবসময় পরিষেবা পাবেন। এতে কিছুটা হলেও সাশ্রয় হবে বাসিন্দাদের। এ নিয়ে সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, রান্নার গ্যাস শেষ হয়ে গেলে মানুষকে সমস্যায় পড়তে হয়। ভূগর্ভস্থ পাইপলাইন হলে সেই সমস্যা আর হবে না। সিলিন্ডার বয়ে আনার ঝক্কি আর থাকবে না। এতে খরচও কম পড়বে। পাশাপাশি দুর্ঘটনা এড়ানো সম্ভব। এ নিয়ে সংশ্লিষ্ট সংস্থার এক কর্মী বলেন, আমরা দ্রুত এই পরিষেবা চালু করব। পাইপলাইনের কাজ যত দ্রুত শেষ করা যায়, সেদিকে নজর দেওয়া হবে। স্থানীয়রা অবশ্য বলছেন, পাইপলাইনের কাজের পর রাস্তা যাতে বেহাল হয়ে পড়ে না থাকে, তা ওই সংস্থাকে নিশ্চিত করতে হবে।
  • Link to this news (বর্তমান)