জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট, শহরে এবার বাড়ছে সোয়াইন ফ্লু
বর্তমান | ১৩ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরজুড়ে বাড়তে শুরু করেছে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার উৎপাত। জ্বর, হাঁচি-কাশি, নাক থেকে অস্বস্তিকর জল পড়া নাজেহাল করে তুলছে সাধারণ মানুষকে। এর মধ্যে চিকিৎসকদের কিছুটা ভাবাচ্ছে সোয়াইন ফ্লু’র মতো বিপদ। এটা চিকিৎসক মহলে এইচ১এন১ বা এইচ৩এন২ নামে পরিচিত। বেশকিছু রোগীর জ্বরের সঙ্গে শ্বাসকষ্টেরও সমস্যা হচ্ছে। চিকিৎসকদের সন্দেহ থেকে রোগপরীক্ষা করে সোয়াইন ফ্লু ধরা পড়ছে। এছাড়া অ্যাডিনো, প্যারাইনফ্লুয়েঞ্জা, আরএসভি প্রভৃতি কাছাকাছি উপসর্গ থাকা ভাইরাসের উৎপাত তো আছেই।
এদিকে তিনবছর ধরে বিশ্বজুড়ে ত্রাহি রব ফেলে দেওয়া কোভিড কমেও পুরোপুরি যায়নি। এই রোগ যে যাবে না, ধীরে ধীরে আর পাঁচটি সংক্রমণের রূপ নেবে, সেই ভবিষ্যৎবাণী আগেই করেছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রোগটি এখন মাঝেমধ্যেই নতুন রূপে দেখা যাচ্ছে। এবার কলকাতা লাগোয়া একটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আক্রান্ত হয়েছেন এই সংক্রমণে। প্রায় এক সপ্তাহ-দশ দিন ধরে করোনা সংক্রমণে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন। বাড়াবাড়ি পর্যায়ের কোভিড ডায়ারিয়া পর্যন্ত হয়। এই সপ্তাহের গোড়া থেকে কিছুটা সুস্থ হন। ঘনিষ্ঠ মহলে ওই অধ্যক্ষ বলেন, ২০২০ সালেও তিনি আক্রান্ত হন। সেবার ছিলেন সম্পূর্ণ উপসর্গহীন। কিন্তু বিশ্বজুড়ে করোনা একবারে নির্বিষ হয়ে গিয়েছে বলা হলেও যথেষ্ট ভোগান্তির মধ্যে পড়েন তিনি। ফলে ফের কোনও অভিযোজন হয়ে থাকতে পারেও বলে মনে করছেন তিনি। একটি বড় বেসরকারি পরীক্ষা কেন্দ্র সূত্রের খবর, উপসর্গ থাকা প্রতি দশটি নমুনা পরীক্ষা করলে ছ’টির ক্ষেত্রে সোয়াইন ফ্লু পাওয়া যাচ্ছে। এখনও আইসিইউ, আইটিইউতে ভর্তির মতো ঘটনা ঘটছে না। তবে ট্যামি ফ্লু দিয়ে রাখতে হচ্ছে। পার্ক সার্কাস লাগোয়া একটি বড় শিশু হাসপাতাল সূত্রের খবর, বহু শিশু ফ্লুতে আক্রান্ত হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই যদিও উদ্বেগের কারণ নেই। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাঃ অয়ন বসু বলেন, সোয়াইন ফ্লুর কেস আসতে শুরু করেছে। জ্বর, হাঁচি-কাশি এবং শ্বাসকষ্ট—উপসর্গ এই তিনটি ।