• ট্রাফিক সিগন্যালে বচসা, আইনজীবীকে নিগ্রহের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
    বর্তমান | ১৩ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্রাফিক সিগন্যালে বচসার জেরে এক আইনজীবীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কলকাতার এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ঘটনার পর থানায় গেলে ওই আইনজীবীকে পুলিস অভিযুক্তের সঙ্গে বসে মিটমাট করে নিতে চাপ দেয় বলে অভিযোগ। গোটা ঘটনায় ওই ট্রাফিক সিগন্যাল সংলগ্ন এলাকা ও হেস্টিংস থানার সিসি ক্যামেরার ফুটেজ তলব করল কলকাতা হাইকোর্ট। 


    মামলাকারী তথা ওই আইনজীবী রতন দাসের অভিযোগ, গত ২১ জুন সল্টলেকে আদালতের কাজ সেরে ফেরার পথে এসএসকেএম ট্রমা কেয়ারের সিগন্যালের সামনে একটি গাড়ির পাশে তিনি বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন। সেই সময় ওই গাড়ির বনেটে তিনি হাত রাখলে তাঁর আংটির টোকা লাগে তাতে। অভিযোগ, এরপরই গাড়ি থেকে নেমে তাঁর উপর চড়াও হয় চালক। এমনকী, গাড়ি থেকে রড বের করে প্রথমে বাইকে আঘাত করে সে। তিনি এই ঘটনার প্রতিবাদ করায় গাড়ি থেকে মালিক বেরিয়ে এসে তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। ওই গাড়ির মালিক যিনি মারধর করেছেন, তিনি কলকাতার একটি নামজাদা বেসরকারি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে কর্মরত।


    মামলাকারীর দাবি, এরপর পুলিস এসে তাঁকে উদ্ধার করে এসএসকেএমে প্রাথমিক চিকিৎসা করায়। দুপুরে এই ঘটনার পর বিকেলে তিনি হেস্টিংস থানায় যান। অভিযোগ, সেখানে পুলিস তাঁকে বিষয়টি আপসে মিটিয়ে নিতে চাপ দেয়। পরে তিনি পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেন। 


    শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিষয়টি তুলে ধরেন মামলাকারী। দাবি করেন, ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও ফৌজদারি বিধির ১৬৪ নম্বর ধারায় বয়ান রেকর্ড হয়নি। যাবতীয় অভিযোগের প্রেক্ষিতে আপাতত ঘটনাস্থল অর্থাৎ এসএসকেএমের ট্রমা কেয়ারের সামনের এলাকা ও হেস্টিংস থানার সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। আগামী শুক্রবার ফের মামলার শুনানি। 
  • Link to this news (বর্তমান)