• ৪ বিধানসভা কেন্দ্রেই এগিয়ে তৃণমূল কংগ্রেস
    এই সময় | ১৩ জুলাই ২০২৪
  • লোকসভা নির্বাচনের পর রাজ্যে আয়োজিত হয়েছে ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোটগ্রহণ হয়েছে কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। শনিবার ৪ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। এদিনের ফলাফলে বিশেষভাবে নজর থাকছে বেশকিছু হেভিওয়েট প্রার্থীর উপরে।চতুর্থ রাউন্ডের শেষে ২১,৪০০ ভোটে এগিয়ে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী।৪ কেন্দ্রেই আপাতত এগিয়ে তৃণমূল কংগ্রেস।রায়গঞ্জে বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় রাউন্ডের শেষে ১৬,০৯৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।রানাঘাট দক্ষিণে দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী ২,১৬৮ ভোটে এগিয়েরায়গঞ্জে বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় রাউন্ডের শেষে ১০,১৫৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী।বাগদায় বিজেপি প্রার্থী গণনা কেন্দ্রে পৌঁছতেই তৃণমূলের তরফে উঠল 'জয় বাংলা' স্লোগান।গণনা চলছে ৪ বিধানসভা কেন্দ্রে। প্রথমেই গোনা হচ্ছে পোস্টাল ব্যালট।গণনার আগের রাতে হেলেঞ্চায় রাত্রিবাস বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের।ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে আয়োজিত হয়েছে গণনা।৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা শুরু, ৩৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ।

    মানিকতলা কেন্দ্রের প্রধান ৩ প্রতিদ্বন্দ্বী হলেন তৃণমূলের সুপ্তি পাণ্ডে, বিজেপির কল্যাণ চৌবে ও বাম প্রার্থী রাজীব মজুমদার। বাগদা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়াইতে রয়েছেন মধুপর্ণা ঠাকুর। বিজেপির তরফে ভোটের ময়দানে বিনয়কুমার বিশ্বাস। পাশাপাশি বামেদের তরফে লড়ছেন গৌরাদিত্য বিশ্বাস এবং কংগ্রেস প্রার্থী অশোককুমার হালদার।

    রানাঘাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ছেন মুকুটমণি অধিকারী। বিজেপির টিকিটে লড়াই করছেন মনোজ কুমার বিশ্বাস ও বামেদের হয়ে লড়াইতে রয়েছেন অরিন্দম বিশ্বাস। অন্যদিকে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বিজেপির টিকিটে লড়ছেন মানসকুমার ঘোষ, এবং কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত।
  • Link to this news (এই সময়)