আজকাল ওয়েবডেস্ক: অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় মৃত ছয় জন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের পঞ্চমীর কাছে। জানা গেছে ঘাটাল থেকে রোগী নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজের দিকে যাচ্ছিল একটি অ্যাম্বুল্যান্স। রোগী ছাড়াও তাঁর পরিবারের আত্মীয়রা ছিলেন অ্যাম্বুল্যান্সে। রাতের অন্ধকারে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। একটি লরি মেদিনীপুর থেকে কেশপুরের দিকে যাচ্ছিল। লরির ধাক্কায় উল্টে যায় অ্যাম্বুল্যান্সটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্সের চালক ও রোগী জীবিত আছেন। বাকি যাত্রীদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই ৫ জন মারা যান। হাসপাতালে মৃত্যু হয় আরও এক জনের। আহতরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে তিন জন মহিলা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, পঞ্চমীর কাছে বড় পোলের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি সিমেন্ট বোঝাই লরি কেশপুরের দিকে যাচ্ছিল। কেশপুরের দিক থেকে আসা অ্যাম্বুল্যান্সটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সিমেন্ট বোঝাই লরির মুখোমুখি হয়ে যায়। প্রাথমিক অনুমান অ্যাম্বুল্যান্সটির গতি এত বেশি ছিল যে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।