• বাংলা ভাষার প্রশ্নেই বানানের দফারফা, 'কেউ দেখলেন না কেন?' প্রশ্ন তুলছেন শিক্ষাবিদরা...
    আজকাল | ১৩ জুলাই ২০২৪
  • রিয়া পাত্র

    দীর্ঘদিন ধরে হরফ-মুদ্রণ নিয়ে চর্চা করছেন সুস্নাত চৌধুরী। যেহেতু গোটা বিষয়ের মূলে হরফের সমস্যা, বিস্তারিত জানতে কথা বলা গেল তাঁর সঙ্গে। তাঁর মতে, সমস্যা অতি সাধারণ, এড়ানো যেত একটু ওয়াকিবহাল হলেই। বললেন, ‘ফন্ট ব্যবহারে মূল সমস্যা হয়েছে। যে ডিফল্ট ফন্ট ব্যবহার হয়েছে, তাতে ওই যুক্তাক্ষরগুলো নেই। তাতেই ঘটেছে এই বিপত্তি। মূলত যে সফটওয়্যারে করা হয়েছে, সেখানে রেন্ডারিং-এর সমস্যা হয়েছে।’ সেক্ষেত্রে সমাধান কী? জানালেন, ‘এক্ষেত্রে সমস্ত টেক্সটকে যে কোনও ইউনিকোড ফন্টে নিলেই এই সমস্যা হত না। আসলে এখানে মূল সমস্যা হয়েছে নজর না দেওয়া। একবার যদি প্রিন্টের পর কেউ পড়ে দেখতেন, তাহলেই সহজে এড়ানো যেত।’
  • Link to this news (আজকাল)