• কালনার চকবাজারে সরকারি উদ্যোগে ২৮ টাকায় আলু বিক্রি 
    বর্তমান | ১৩ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, কালনা: বাজারে বাজারে অভিযানের জেরে কিছুটা হলেও সব্জির দর কমতে শুরু করেছে। শুক্রবার সরকারি উদ্যোগে কালনা চকবাজারে ২৮টাকা কেজি দরে আলু বিক্রি করা হয়। ওই বাজারে এসে আলু বিক্রির ক্যাম্প পরিদর্শন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন জেলা নিয়ন্ত্রিত বাজার কমিটির আধিকারিক সুশান্ত মোদক, কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল প্রমুখ। এদিন এক কুইন্টাল আলু বিক্রির ব্যবস্থা থাকলেও আগামী দিনে পরিমাণ আরও বাড়বে বলে জেলা কৃষিজ বিপণন দপ্তরের আধিকারিক রাকেশ চট্টোপাধ্যায় জানান। স্বপনবাবু বলেন, দাবদাহ ও বৃষ্টি কম হওয়ায় সব্জিচাষ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারে জোগান কম থাকায় দাম বেড়েছে। এছাড়া কিছুজন অনৈতিকভাবে মজুত করে কৃত্রিম অভাব তৈরির চেষ্টা করছে। এনফোর্সমেন্ট অভিযান চালাচ্ছে। তাতে সব্জির দাম কিছুটা কমেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারিভাবে কালনা ও পূর্বস্থলী-১ ব্লকে ২৮ টাকা দরে আলু বিক্রি শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)