• তৃণমূল কর্মী মসলেম শেখকে খুনের ঘটনায় গ্রেপ্তার হল মূল ষড়যন্ত্রকারী
    বর্তমান | ১৩ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: তৃণমূল কর্মী মসলেম শেখকে খুনের ঘটনায় মূল ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করল চাপড়া থানার পুলিস। ধৃতের নাম নুর মহম্মদ মণ্ডল। জেলে থাকাকালীনই সে তৃণমূলকর্মীকে খুনের সুপারি দিয়েছিল বলে পুলিস জানতে পেরেছে। বৃহস্পতিবার রাতে চাপড়ার হাটরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, খুনের ঘটনায় সুপারি কিলাররা সহ মোট ন’জনকে গ্রেপ্তার করা হয়েছে। 


    পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত নুর মহম্মদ মণ্ডলের নামে থানায় বহু মামলা রয়েছে। চুরি, খুনের চেষ্টা,‌ছিনতাই, ডাকাতি, মারামারি সহ বিভিন্ন অপরাধমূলক কাজে সে জড়িত। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রছায়ায় সে ছিল। সম্প্রতি একটি মারামারির ঘটনায় তাকে চাপড়া থানার পুলিস গ্রেপ্তার করেছিল। তারপর থেকে সে জেলেই ছিল। এরই মধ্যে তৃণমূল কর্মী মসলেম শেখকে তাঁর বিরোধী গোষ্ঠীরা খুনের পরিকল্পনা করে। কাকে খুনের সুপারি দেওয়া হবে তা নিয়ে নুর মহম্মদের সঙ্গে দেখা করে বাকি ষড়যন্ত্রকারীরা। সুপারি কিলার ঠিক করার দায়িত্ব দেওয়া হয় জেলে থাকা নুর মহম্মদকে। এক ব্যক্তির মাধ্যমে সে সুপারি কিলার উজ্জ্বল ও টুবাইয়ের সঙ্গে যোগাযোগ করে। তাদেরই মসলেম খুনের সুপারি দেওয়া হয়। তারপর জেল থেকে বেরিয়ে আসে নুর মহম্মদ মণ্ডল। গত ৬ জুন চাপড়ার দৈয়ের বাজার এলাকায় একটি মদের দোকানের পিছনে গুলি করে মসলেমকে খুন করা হয়। পুলিস ইতিমধ্যেই সুপারি কিলার টুবাই ও উজ্জ্বলকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে। 
  • Link to this news (বর্তমান)