সংবাদদাতা, তেহট্ট: দু’জায়গায় ঝামেলার জেরে তেহট্ট থেকে বেতাই রুটে অটো চলাচল বন্ধ হল। শুক্রবার সকাল থেকে অটো চলাচল বন্ধ থাকে। অটো বন্ধ থাকায় সমস্যায় পড়েন যাত্রীরা। প্রশাসনের তরফে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য দু’পক্ষকে আবেদন করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দিন তেহট্ট থেকে যাত্রী নিয়ে এক অটোচালক যাচ্ছিলেন। নাজিরপুর এলাকার এক অটোচালকের সঙ্গে তাঁর ঝামেলা হয়। এনিয়ে তেহট্টের অটোচালকরা থানায় অভিযোগ জানান। তারপর বৃহস্পতিবার ভালোভাবে অটো চলাচল করে। শুক্রবার সকালে বেতাই এলাকায় ফের তেহট্টের এক অটো চালককে হেনস্তা করা হয়। অটোতে ভাঙচুর চালানো হয়। যে কারণে এদিন অটো চলাচল বন্ধ থাকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বেতাইয়ের অটো চালকরা। তাঁরা বলেন, অভিযোগ ভিত্তিহীন। কোনওরকম ঝামেলা হয়নি। তেহট্ট অটোচালকদের তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক শঙ্কর বিশ্বাস বলেন, আমাদের অটো চালকরা যাত্রী নিয়ে বেতাই গেলে সেখানকার চালকরা যাত্রীদের নামিয়ে দিচ্ছে। আমাদের একজনের গাড়ি, মোবাইল ভাঙচুর করেছে। সেই কারণে আমরা ১২০টি অটো বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছে। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। প্রশাসন দু’পক্ষকে ডেকেছে। দেখা যাক কী হয়! আমাদের প্রশাসনের উপর আস্থা আছে।