• ১৬ দফা দাবিতে রামপুরহাট মেডিক্যালে বিজেপির স্মারকলিপি
    বর্তমান | ১৩ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, রামপুরহাট: হাসপাতালে দালালরাজ ও অকারণে রোগী স্থানান্তরিত বন্ধ করা সহ ১৬ দফা দাবিতে শুক্রবার রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিল বিজেপি। দলের বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা এতে নেতৃত্ব দেন। দলের জেলা সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডল সহ অন্যরা কর্মসূচিতে অংশ নেন। ধ্রুববাবু বলেন, মেডিক্যালে তৃণমূলের দালাল ও ঠিকাদাররাজ চলছে। চিকিৎসক, নার্সদের নিরাপত্তা নেই। রোগীরা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না।


    শান্তনু মণ্ডল বলেন, চূড়ান্ত অব্যবস্থা চলছে। কখনও রোগীদের স্থানান্তরিত করা হচ্ছে। কখনও ভুল বুঝিয়ে বেড থেকে নার্সিংহোমে নিয়ে যাচ্ছে দালালরা। সুষ্ঠু নিকাশি ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টি হলে মেডিক্যাল চত্বর কাদা ও আবর্জনায় ভরে যাচ্ছে। কর্তৃপক্ষ সমস্যা মেটাতে ব্যবস্থা না নিলে বড় আন্দোলনে নামা হবে।


    অধ্যক্ষ করবী বড়াল বলেন, মেডিক্যালে অনেক সমস্যা আছে। এই ডেপুটেশনের মাধ্যমে আরও সমস্যা জানতে পারলাম। মিটিংয়ে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করব।
  • Link to this news (বর্তমান)