নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: অভিযান চালিয়ে রেশনের সামগ্রী পাচারের ছক বানচাল করল চাপড়া থানার পুলিস। শুক্রবার চাপড়ার মাধবপুর এলাকায় রেশনের ৫০০ কেজি চাল ও আটা বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় বিষ্ণু সাধুখাঁ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে। এই বিপুল পরিমাণ রেশন সামগ্রী কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল-তা পুলিস খতিয়ে দেখছে। রেশন দোকান থেকেই তা কোথাও পাচার করা হচ্ছিল বলে পুলিসের অনুমান। নদীয়া জেলায় রেশনের সামগ্রী চুরি করে খোলা বাজারে বিক্রির ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার জেলার বিভিন্ন থানা এলাকা থেকে রেশনের সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে।