• আসানসোল-দুর্গাপুরে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পুরসভাকে তোপ অগ্নিমিত্রার
    বর্তমান | ১৩ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার ডেঙ্গু সংক্রমণ নিয়ে তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে উঠল। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানানো হয়েছে, গত এক সপ্তাহে চারজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শুক্রবার আসানসোলের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষোভ উপরে দেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজ্যের স্বাস্থ্যদপ্তর, আসানসোল পুরসভা ব্যর্থ বলে তোপ দাগেন অগ্নিমিত্রা। পাল্টা আক্রমণ শানিয়েছেন, আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতির উপর সর্বোচ্চ স্তর থেকে নজর রাখা হচ্ছে। মানুষকে সচেতন করার জন্য মাইকিং করা শুরু হয়েছে। 


    গত বছর আসানসোল-দুর্গাপুর এলাকায় ডেঙ্গু পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক ছিল। একাধিক মানুষের মৃত্যুও হয়। প্রশাসনের পক্ষ থেকে বাড়তি উদ্যোগ নেওয়া হলেও এবারও ডেঙ্গু সংক্রমণ বেড়েই চলেছে। জানা গিয়েছে, জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত আসানসোল পুরসভাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৩ জন। তার মধ্যে গত সপ্তাহে আক্রান্ত হয়েছেন তিনজন। দুর্গাপুরের পরিস্থিতি আরও খারাপ। চলতি বছরে দুর্গাপুরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন কুড়িজন। গত সপ্তাহে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বর্ষার শুরুতে যেভাবে দু’টি পুরসভায় ডেঙ্গু সংক্রমণ বাড়ছে তাতে শহরবাসী উদ্বিগ্ন। যদিও স্বাস্থ্যদপ্তরের দাবি, শহরবাসীর একাংশের উদাসীনতা জেরেই এই ঘটনা ঘটছে। সাধারণ মানুষ যদি জল জমানো ঠেকাতে তৎপর হয়, কোনওভাবেই ডেঙ্গু সংক্রমণ বাড়তে পারে না। 


    বিষয়টি নিয়ে ময়দানে নেমে পড়েছে বিজেপি। শুক্রবার আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ইসমাইল সহ আসানসোলের বিভিন্ন এলাকা ঘোরেন। তিনি এলাকা পরিষ্কার না করা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, গত বছর ডেঙ্গু নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির পরেও শিক্ষা নেয়নি পুরসভা ও প্রশাসন। তারা ডেঙ্গু নিয়ন্ত্রণের সম্পূর্ণ ব্যর্থ। 


    আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, অগ্নিমিত্রা পল তো আসানসোলে থাকেনই না। আসানসোলের অবস্থা ওঁর পক্ষে জানা সম্ভবই নয়। সংবাদমাধ্যমে টিকে থাকতে মাঝে মাঝে আসানসোলে এসে চাঞ্চল্য ছড়ান। আমরা সবরকম ব্যবস্থা গ্রহণ করেছি ডেঙ্গু নিয়ে। 


    জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস বলেন, গত ৭ দিনে ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সবাই পুরসভার বাসিন্দা। দুর্গাপুর ও আসানসোল পুরসভাকে এনিয়ে সতর্ক করা হয়েছে। বিভিন্ন জায়গায় মাইকিং করানো শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)