নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দাবিমতো জায়গায় না দাঁড়ানোয় ট্রেন ভাঙচুর করল একদল যাত্রী! শুক্রবার দুপুরে অণ্ডাল থেকে সাঁইথিয়ামুখী ট্রেন চিনপাই স্টেশনে দাঁড়ানো মাত্রই ঢিল ছুড়তে শুরু করে উত্তেজিত জনতা। এতে ট্রেনের জানালার কাচ ভেঙে যায়। ট্রেনের ইঞ্জিনেও ক্ষতি হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
জানা গিয়েছে, দুবরাজপুর স্টেশন ও চিনপাই স্টেশনের মাঝে এক জায়গায় আষাঢ় মাসের চতুর্থ শুক্রবার প্রতিবছরই একটি ধর্মীয় অনুষ্ঠান হয়। শতাব্দী প্রাচীন ওই উৎসবে অনেকেই দূর দূরান্ত থেকে আসেন।
সেই কারণে ওই জায়গায় কোনও স্টেশন না থাকলেও এই বিশেষ দিনে সমস্ত ট্রেন দাঁড়ায়। কিন্তু এদিন আপ সাঁইথিয়া লোকাল ট্রেনটি ওই জায়গায় না দাঁড়িয়ে চিনপাই স্টেশনে গিয়ে থামে। তারপরই ট্রেনে ভাঙচুর চালায় বেশ কয়েকজন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে আরপিএফ, জিআরপি ও সদাইপুর থানার পুলিস। এই ঘটনায় সন্ধ্যা পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। তবে এই ঘটনায় রেলকর্মীরা কেউ জখম হননি। ট্রেনের সামনের অংশের কাচ সম্পূর্ণ ভেঙে গিয়েছে।
পূর্ব রেলের আসানসোল ডিভিশনের এক আধিকারিক বলেন, ৩টের সময় আপ ০৩৫৭৯ ট্রেনটি চিনপাই পৌঁছনোর পরই আক্রমণ করা হয়। প্যাসেঞ্জারদের তরফেই আক্রমণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। রেল পুলিস তদন্ত শুরু করেছে। কিছুক্ষণ পর ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দেয়।