কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন লাভপুর ১ পঞ্চায়েতের একাংশ
বর্তমান | ১৩ জুলাই ২০২৪
সংবাদদাতা, শান্তিনিকেতন: বৃহস্পতিবার রাত থেকে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন লাভপুরের ১ নং পঞ্চায়েতের একাংশ। লাভপুর বাজার এলাকার পেট্রল পাম্প সংলগ্ন পাড়ার ১০-১২টি বাড়িতে জল ঢুকে যায়। শুক্রবার সকালেও জলমগ্ন পরিস্থিতি ছিল বাড়িগুলি। তার ফলে প্রচণ্ড হয়রানির শিকার হন এই সমস্ত বাড়ির বাসিন্দা সহ আশেপাশের এলাকার মানুষরা। তাঁদের অভিযোগ, খাতায়কলমে সংশ্লিষ্ট এই পঞ্চায়েত আদর্শ হিসেবে গণ্য হলেও বিস্তর গলদ রয়েছে। দীর্ঘদিন ধরে নিকাশির সমস্যা ও নর্দমা পরিষ্কার না হওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদিও এদিন ভোরবেলা থেকেই জল নিষ্কাশনের ব্যবস্থা করেছে পঞ্চায়েত।
বৃহস্পতিবার রাতে এই বাড়িগুলিতে জল ঢুকে যায়। হঠাৎ বাড়ির মধ্যে প্রায় হাঁটু সমান জল জমে যায়। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। জমা জলে সাপ সহ বিষাক্ত পোকামাকড় ও রোগজীবাণুর আক্রমণেরও আশঙ্কা করছেন তাঁরা। বোলপুর মহকুমার গুরুত্বপূর্ণ জায়গা লাভপুর। কিন্তু কীভাবে সামান্য বৃষ্টিতেই জলবন্দি হয়ে গেল তা নিয়ে উঠেছে প্রশ্ন। পাশাপাশি লাভপুর ১ নং পঞ্চায়েতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েতের কোনও নজরদারি নেই। নর্দমাগুলি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। সেগুলি নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ কিছুই করা হয় না। তাই এলাকায় নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। অল্প বৃষ্টিতে তা বোঝা যেত না। কিন্তু কয়েক ঘণ্টা লাগাতার বৃষ্টি হওয়ায় অব্যবস্থার ছবি ফুটে উঠেছে। যদিও সংশ্লিষ্ট পঞ্চায়েতের তরফে শুক্রবার ভোরবেলা থেকেই ব্যবস্থা গ্রহণ করা হয়। আগামীতে যাতে আর সমস্যা না হয় তার জন্য নর্দমাগুলি পরিষ্কারের কাজও শুরু হয়েছে।
এলাকার বাসিন্দা দেবশ্রী বন্দ্যোপাধ্যায় বলেন, হঠাৎ করেই রাতে আলমারি, খাট সমস্ত কিছু জলে ভাসতে শুরু করে। আমরা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ি। জল নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় এমন সমস্যা।
লাভপুর ১ নং পঞ্চায়েতের প্রধান নীলকান্ত বাউরী বলেন, নর্দমা সংস্কার বা পরিষ্কার করা হয় না এমনটা নয়। বাসিন্দাদেরও খেয়াল রাখতে হবে নর্দমায় প্লাস্টিক জাতীয় কোনও পদার্থ যেন না ফেলা হয়। সে কারণেই অনেক ক্ষেত্রে নর্দমাগুলি বন্ধ হয়ে যায়। এদিন জলমগ্ন পরিস্থিতির খবর পাওয়ার পরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।