সংবাদদাতা, রামপুরহাট: এনফোর্সমেন্ট ব্রাঞ্চ পরিদর্শনে আসার খবর পেতেই এক ধাক্কায় ৪০ টাকা থেকে আলুর দাম কমে হল ৩০ টাকা। কিছুটা সস্তা হয়ে গেল অন্যান্য সব্জিও। শুক্রবার সকালে বাজার করতে এসে সরকারি হস্তক্ষেপে কিছুটা স্বস্তি পেলেন আমজনতা। যদিও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা ব্যবসায়ীদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এরপর দাম বেশি নিলে হাজতবাস করতে হবে।
দিনকয়েক ধরে সব্জির দর কার্যত আগুন। মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে গিয়েছিল রান্নাঘরের অতি প্রয়োজনীয় সব্জি। এনিয়ে গত মঙ্গলবার নবান্নে বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ১০ দিনের মধ্যে বাজারের দাম নিয়ন্ত্রণে আনতে হবে। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়। এরপরেই রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি সক্রিয় হয় বীরভূম এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা। গত দু’দিন ধরে তাঁরা জেলার একাধিক বাজারে হানা দেন। সব্জি থেকে ফল, মাছ বাজারের দাম খতিয়ে দেখে তা নিয়ন্ত্রণে আনার জন্য পদক্ষেপ করেন।
এদিন রামপুরহাটের হাটতলা বাজারে পুলিসকে সঙ্গে নিয়ে হানা দেন ডিস্ট্রিক এনফোর্সমেন্ট অফিসার বিপদতারণ মণ্ডল, বিশ্বজিৎ দত্ত সহ অন্যান্য কর্মীরা। যদিও তাঁদের আসার খবর পেয়ে হঠাৎই দাম কমে যায়। কয়েক মিনিট আগে পর্যন্ত কেজি প্রতি ৪০টাকা দরে বিক্রি হয়েছে আলু। সেটাই কমে হয় ৩০ টাকা। একইভাবে টোম্যাটো ৬০ থেকে কমে হয় ৪০ টাকা। পটল ৪০ থেকে নামে ৩০ টাকায়। এভাবেই শসা সহ অন্যান্য সব্জির দাম কমে যায়। এনফোর্সমেন্ট আধিকারিকরা এদিন খুচরো বিক্রেতাদের কাছে আড়তদারদের থেকে সব্জি কেনার কুপন দেখতে চাইলেও তা দেখাতে পারেননি। অভিযোগ, পাইকারি বিক্রেতা বলছে খুচরো ব্যবসায়ীরা দাম বাড়িয়ে বিক্রি করছে। আর খুচরো বিক্রেতারা দাবি করছে পাইকারি দাম বেশি হওয়ায় কিছুটা লাভ রেখে বিক্রি করতে হচ্ছে। এদিন পাইকারি বিক্রেতাদের আড়তে এসে বিভিন্ন সব্জির দাম খতিয়ে দেখে খাতায় লিপিবদ্ধ করা হয়েছে। যদিও আড়তদাররা আগাম খবর পেয়ে সতর্ক হয়ে যায়। ফলে সরেজমিনে বাজারে ঘুরেও দামের খুব একটা তারতম্য পাননি আধিকারিকরা। এদিন তাঁরা মাছ ও ফল বাজারেও হানা দেন।
বিপদতারণবাবু বলেন, সব্জির দামের তারতম্য খুব একটা কিছু বেশি দেখলাম না। দু’-চারটি সব্জির দাম একটু বেশি আছে। হয়তো জেলাজুড়ে অভিযান চালানো দেখে তারা সতর্ক হয়েছে। যদিও এদিন সকলকে সচেতন করা হল। বেশি দাম নেওয়ার অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাছের দাম ঠিকই আছে। জেলার বিভিন্ন বাজারে এই ধরনের অভিযান জারি থাকবে।