• সাঁকরাইলে হাতির তাণ্ডবে তছনছ ধান ও সব্জি, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ
    বর্তমান | ১৩ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: হাতির তাণ্ডবে বিঘার পর বিঘা জমির ধানের চারা ও সব্জির ক্ষতি হয়েছে। এই ঘটনায় শুক্রবার সকাল থেকে ক্ষতিপূরণের দাবিতে সাঁকরাইল থানার সাঁওতালডিহি এলাকায় পথ অবরোধ করেন গ্রামবাসীরা। এরফলে লোধাশুলি থেকে কেশিয়াপাতা যাওয়ার পিচ রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পরে অবরোধের খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিস ও বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেন গ্রামের বাসিন্দারা। 


    বৃহস্পতিবার রাতভর সাঁকরাইল ব্লকের বড়ডাঙা বিটের সাঁওতালডিহি, ছোট শিরশি, গোঠাবিলা সহ একাধিক এলাকায় ৩০ থেকে ৪০টি হাতির একটি দল তাণ্ডব চালিয়েছে। বিপুল পরিমাণ জমির চারা ধান, ঝিঙে চাষ তছনছ করেছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বনদপ্তরকে একাধিকবার হাতি তাড়ানোর জন্য আবেদন করলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। সাঁওতালডিহি এলাকার বাসিন্দা মনোতোষ মাহাত বলেন, রাতের অন্ধকারে খাবারের সন্ধানে হাতির দল ঢুকে পড়ছে। গোটা এলাকা তছনছ করেছে। 


    ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় রাস্তা অবরোধ করেছিলাম। আমাদের ন্যায্য ক্ষতিপূরণের টাকা দিতে হবে। সমস্যার সমাধান না হলে লাগাতার আন্দোলন চলবে। বনদপ্তরের এক আধিকারিক বলেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। হাতি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)