সংবাদদাতা, মেদিনীপুর: ডেবরায় আগুন লেগে তিনটি দোকান ছাই হয়ে গেল। শুক্রবার সকালে ডেবরা-বালিচক রাজ্য সড়কের বালিচক লকগেটের কাছে এই অগ্নিকাণ্ড ঘটে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে দমকল ও পুলিসের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল।
এদিন ভোর ৫টা নাগাদ রাস্তার ধারে একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপর সেখানে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। আশপাশে আরও সাত-আটটি দোকান থাকায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে বিডিও প্রিয়ব্রত রাড়ি ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রদীপ কর ঘটনাস্থলে আসেন।
প্রদীপবাবু বলেন, একটি বই-খাতা, ইলেক্ট্রিক ও মনোহারি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টা পর দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায়। ততক্ষণে আগুনের লেলিহান শিখা আরও দু’টি দোকানকে গ্রাস করেছিল।
একটি ক্ষতিগ্রস্ত দোকানের মালিক অভিনন্দন হাজরা বলেন, ভোরে স্থানীয় একজন ফোনে আগুন লাগার খবর দেন। এসে দেখি, আমার দোকান সহ আরও দু’টি স্টল জ্বলছে। স্থানীয়রা আগুন নেভানোর অনেক চেষ্টা করেছেন। দমকলের ইঞ্জিন এসে যাওয়ায় বাকি দোকান রক্ষা পেয়েছে।