নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: লটারির টিকিট কাটার কয়েক ঘণ্টার মধ্যেই দুবরাজপুরে ফল বিক্রেতা কোটিপতি হলেন। দুবরাজপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উজ্জ্বল চক্রবর্তী পেশায় ফলবিক্রেতা। বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ এক লটারি বিক্রেতার কাছ থেকে ৬০ টাকা দিয়ে টিকিট কাটেন। ওইদিন সন্ধ্যায় তিনি জানতে পারেন যে, কোটি টাকার বিজেতা তিনি। এই খবর জানাজানি হতেই তাঁর বাড়িতে ভিড় করতে শুরু করেন এলাকার মানুষজন। পরে নিরাপত্তার কারণে তিনি আশ্রয় নেন দুবরাজপুর থানায়। উজ্জ্বলবাবু বলেন, অভাবের সংসারে বিয়ে করা হয়নি। বিয়ের পর এক বোন মারা যাওয়ার পর মা-মরা দুই ভাগ্নাকে নিজের কাছে রেখেছি। প্রায়দিনই লটারি কাটতাম। কিন্তু কোটি টাকা জিতব ভাবতেও পারিনি। এই টাকায় প্রথমে কিছু ধার শোধ করব। দুই ভাগ্নার নামে টাকা জমা রাখব। নিজের ব্যবসাটা আরও ভালো করে করার চেষ্টা করব।