• বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস অভিযুক্তের জেল হেফাজত
    বর্তমান | ১৩ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, কালিয়াগঞ্জ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কালিয়াগঞ্জের এক তরুণীর সঙ্গে সহবাসের অভিযোগে পুলিস অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ইটাহারের বাসিন্দা ধৃত যুবকের নাম জাহিদুল আলি। বৃহস্পতিবার রাতে কালিয়াগঞ্জ থানার পুলিস তাকে গ্রেপ্তার করেছে। কালিয়াগঞ্জের আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, কালিয়াগঞ্জের তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইটাহারের যুবক সহবাস করেছে বলে অভিযোগ জমা পড়ার পরেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী নিলাদ্রী সরকার বলেন, ধৃতকে শুক্রবার দুপুরে রায়গঞ্জ আদালতে পেশ করাহলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।  
  • Link to this news (বর্তমান)