ইসলামপুর শহরের একাধিক রাস্তা, বাড়িতে বৃষ্টির জল জমে দুর্ভোগ
বর্তমান | ১৩ জুলাই ২০২৪
সংবাদদাতা,ইসলামপুর: ইসলামপুর শহরের বেহাল নিকাশি ব্যবস্থায় ভুক্তভোগী সাধারণ মানুষ। লাগাতার বৃষ্টিতে শহরের একাধিক রাস্তায় জল দাঁড়িয়ে থাকছে। ড্রেনের নোংরা জল ঢুকছে বাসিন্দাদের বাড়িতেও। বাসিন্দাদের অভিযোগ, প্রতি বর্ষায় এই সমস্যা হলেও পুর কর্তৃপক্ষ আগে থেকে পদক্ষেপ নিচ্ছে না। মুলত, ৪ ও ৬ নং ওয়ার্ডের পুরাতনপল্লি, ২ ও ৩ নং ওয়ার্ডের লিচুবাগান এলাকা, ১৪ নং ওয়ার্ডের আদিবাসি পাড়া এলাকার বাসিন্দারা সমস্যায় পড়েছেন। পুরাতনপল্লির বাসিন্দা মহম্মদ সাব্বির বলেন, এবছরও আমাদের জলে ডুবে থাকতে হচ্ছে। কয়েকদিন ধরে ড্রেনের নোংরা জল বাড়িতে ঢুকে আছে। ছবি তুলে পুর কর্তৃপক্ষকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
স্থানীয় শঙ্কর কুণ্ডুর অভিযোগ, হাইড্রেন দিয়ে জল বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু হাইড্রেন পরিষ্কার না থাকায় বের হতে পারছে না। রাস্তা থেকে জল নামার পর দেখা যায় আবর্জনা জমে থাকে। তখন চলাফেরা করা দায়।
৪ নং ওয়ার্ডের কাউন্সিলার গুরুদাস সাহার দাবি, মূল সড়কের দুই ধারে হাইড্রেন দোকানদারদের একাংশ দখল করে রেখেছেন। অনেকে আবর্জনাও ফেলছেন সেখানে। সাফাই করতে চাইলেও দখল হয়ে থাকায় সম্ভব হয় না। সটো জল জমার অন্যতম কারণ।
৬ নং ওয়ার্ডের কাউন্সিলার অমল সরকারের কথায়, প্রায় প্রতি বছর রাস্তায় কাজ হওয়ায় উচু হয়ে গিয়েছে। কিছু পুরনো বাড়ি রাস্তা থেকে নিচুতে থাকায় জল ঢুকছে। আমরা দেখছি কী করা যায়। দ্রুত সমস্যা মেটানোর ব্যবস্থা করা হবে।