• ইটাহার কলেজের সঙ্গে মউ স্বাক্ষর মালদহের গম্ভীরা দলের
    বর্তমান | ১৩ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: আগামী পাঁচ বছরের জন্য মালদহের ফতেপুর গম্ভীরা দল উত্তর দিনাজপুর জেলার ইটাহারের ড. মেঘনাদ সাহা কলেজের সঙ্গে মউ স্বাক্ষর করল। বৃহস্পতিবার ওই কলেজ কর্তৃপক্ষের তরফে মউ স্বাক্ষরের কাগজপত্র জেলার শিল্পীদের হাতে তুলে দেওয়া হয়। এনিয়ে তাঁরা ব্যাপক উৎসাহিত। জেলার গম্ভীরা দল সূত্রে জানা গিয়েছে, গম্ভীরা কী? লোকসংস্কৃতি বিষয়ে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে তেমন ধারণা নেই। এবার থেকে ফি বছর ওই কলেজে মালদহের গম্ভীরা শিল্পীরা যাবেন। কলেজের পড়ুয়াদের নিয়ে গম্ভীরা বিষয়ে একাধিক কর্মশালা করবেন। গম্ভীরা গান, মুখোশ নৃত্য শেখানো হবে। মালদহের ফতেপুর গম্ভীরা দলের প্রধান শিল্পী বাবলু মণ্ডল বলেন, মেঘনাদ সাহা কলেজের পক্ষ থেকে অতীতে আমাদের চিঠি করা হয়েছিল। ওই কলেজের অধ্যক্ষ মুকুন্দ মিশ্র, ইতিহাস বিভাগের অধ্যাপক সুকুমার বারুই সহ সবাই এনিয়ে খুবই উৎসাহিত। লোকসংস্কৃতি বাঁচাতে এমন উদ্যোগ প্রশংসনীয়। গম্ভীরার মতো সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচাতে মালদহের সমস্ত কলেজের এগিয়ে আসা উচিত।
  • Link to this news (বর্তমান)