সংবাদদাতা, পতিরাম: এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম বিপ্লব সরকার (৪৫)। তাঁর বাড়ি কুমারগঞ্জ ব্লকের বটুন পঞ্চায়েতের আজোইর গ্রামে। পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে তিনি টোটো চার্জ দিচ্ছিলেন। সেই সময় টোটোর পাশেই তিনি পড়ে যান। কিন্তু কীভাবে মৃত্যু হল, তা নিয়ে ধন্দে পরিবার। অনুমান করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর তাঁকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।