• নিরাপত্তা সুনিশ্চিত থাকলে মাওবাদী নেতা অর্ণবের পিএইচডিতে বাধা  নেই: উপাচার্য
    বর্তমান | ১৩ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: নিরাপত্তার সুনিশ্চিত বন্দোবস্ত হলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মাওবাদী নেতা অর্ণব দামের পিএচিডি করার ক্ষেত্রে বাধা থাকবে না। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র। তিনি বলেন, অকারণে জলঘোলা করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য দেওয়া হচ্ছে। ওঁকে আমি একজন ছাত্র হিসেবে দেখি। ইন্টারনেট দেখে পিএইচডি করা যায় না। আমরা পিএইচডি করার সময় লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেছি। তাঁকে সময় মতো বিভাগে আসতে হবে। গাইডের সঙ্গে কথা বলতে হবে। সেসব ব্যবস্থা নিশ্চয় জেল কর্তৃপক্ষ করবে। কেউ পড়তে চাইলে, বাধা দেওয়ার কোনও প্রশ্ন নেই। পড়াশোনার জন্যই তো বিশ্ববিদ্যালয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সুরেই এদিন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি বলেছেন, ওই বন্দির পিএইচডি সংক্রান্ত বিষয়ে সরকারি তরফে যা যা সহযোগিতার প্রয়োজন, সবই করা হচ্ছে। সবাই পড়াশোনা করুক, এমনটাই চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মূহূর্তে হুগলি সংশোধনাগারে বন্দি রয়েছেন অর্ণব দাম। খুব শীঘ্রই তাঁকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হবে। 


    উপাচার্য আরও বলেন, ৩৮টি বিভাগে ভর্তি চলছে। শুধু ইতিহাস বিভাগেই ভর্তি প্রক্রিয়া স্থগিত আছে। তাঁকে বাদ দিয়ে ভর্তি করতে চাইনি। জেল কর্তৃপক্ষকে চিঠি করেছি। কিন্তু কোনও উত্তর পাইনি। আমাদের আন্তরিকতা রয়েছে বলেই ইতিহাস বিভাগের ভর্তি স্থগিত রেখেছি। ভর্তি প্রক্রিয়া কয়েকদিন দেরি হলেও সমস্যা হয় না। আশা করি খুব শীঘ্রই অর্ণব দাম পিএইডিতে ভর্তি হবেন। তারপরই বিভাগের আন্তরিকতার বিষয়টি শুরু হবে। বিশ্ববিদ্যায়ের ইসি মিটিং বৃহস্পতিবার বাতিল হয়েছে। তা নিয়েও ভিসি মুখ খুলেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই ইসি ডাকা হয়েছিল। বিক্ষোভ দেখিয়ে বাতিল করা হয়েছে। ভিসিকে স্বৈরাচারী বলা হচ্ছে। যিনি এসব বলছেন, তিনি নিজে দু’সপ্তাহে একদিন ক্লাসে আসেন। বিষয়টি শিক্ষাদপ্তরকে জানাব। ইসির বৈঠক না হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। অনেক শিক্ষকের প্রমোশন আটকে রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, অর্ণব দামকে ভর্তি নিয়ে কয়েকদিন ধরেই জটিলতা তৈরি হয়েছে। একপক্ষ তাঁকে ইতিহাস বিভাগে ভর্তি করাতে চাইছেন। অন্যপক্ষের দাবি, তাঁর বিরুদ্ধে খুন সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। মাওবাদী সংগঠনের অন্যতম শীর্ষনেতা তিনি। তাই ক্লাস চলাকালীন বিশ্ববিদ্যালয়ে তাঁর উপরে হামলা হলে তার দায় কে নেবে। জেল কর্তৃপক্ষকে নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে বলে তারা জানিয়েছেন। উপাচার্য বলেন, ওঁর নাম এক নম্বরে রয়েছে। ওঁকে বাদ দিয়ে ভর্তি প্রক্রিয়া চালু করতে চাই না। সেই কারণে ইতিহাস বিভাগে ভর্তি স্থগিত করা হয়েছে। আমাদের সদিচ্ছা না থাকলে, তাঁকে বাদ দিয়েই তো ভর্তি শুরু করা যেত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক। জেল কর্তৃপক্ষর চিঠির উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছি।
  • Link to this news (বর্তমান)