ঢোলাহাট কাণ্ডে ফের ময়নাতদন্ত করার নির্দেশ দিল আদালত
বর্তমান | ১৩ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:ঢোলাহাট কাণ্ডে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার মৃতের ময়নাতদন্ত রিপোর্ট জমা দেয় রাজ্য সরকার।কিন্তু সেই ময়নাতদন্ত নিময় মেনে হয়নি বলে দাবি তোলেন মামলাকারীর আইনজীবী। সমস্ত কিছু খতিয়ে দেখার পর দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেন বিচারপতি সিনহা।
এদিন রাজ্যের তরফে ময়নাতদন্ত রিপোর্ট পেশ করে দেহে আঘাতের চিহ্নের কথা জানানো হয়। পাশাপাশি এও বলা হয় পুলিসি হেফাজতে থাকাকালীন আবু সিদ্দিক হালদারের মৃত্যু হয়নি। জামিনে মুক্ত হওয়ার পর মৃত্যুর ঘটনা ঘটেছে। গোটা ময়নাতদন্ত প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয়েছে বলেও জানানো হয় রাজ্যের তরফে। এছাড়াও রাজ্যের তরফে এদিন জানানো হয়েছে, অভিযুক্ত পুলিস আধিকারিক রাজদীপ সরকারকে ক্লোজ করা হয়েছে। তাঁকে অন্যত্র সরানো হয়েছে। রাজ্যের আরও দাবি, ময়নাতদন্তের ভিডিয়ো রেকর্ড করা হয়েছে। মৃতের জামাইবাবু মহসিন মোল্লার সই আছে, তিনি ময়নাতদন্তের সময় উপস্থিত ছিলেন বলেও জানানো হয়।
যদিও মামলাকারীর আইনজীবীর তরফে পাল্টা প্রশ্ন তোলা হয়, জাতীয় মানবাধিকার কমিশনের গাইডলাইন না মেনে ময়নাতদন্ত করা হয়েছে। প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হলেও সেখানে কোনও ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন না। পাশাপাশি মামলাকারীর আইনজীবী দাবি করেন, রাজদীপ সরকার কারও নির্দেশ ছাড়া একাজ করতে পারে না। ওসি-র বিরুদ্ধে অভিযোগ আছে। তাঁকেও ক্লোজ করা হোক। সবপক্ষের বক্তব্য শোনার পর ময়নাতদন্তের রিপোর্ট সম্পর্কে বিচারপতি বলেন, ‘অনেক নতুন প্রশ্ন উঠে আসছে। জেলের মধ্যে মৃত্যু না হলেও সারা দেহে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের সময় ম্যাজিস্ট্রেট ছিলেন না। মানবাধিকার কমিশনের গাইডলাইনও মানা হয়নি। অন্তত তিনজন চিকিৎসককে থাকতে হবে। এখানে একজন চিকিৎসক ছিলেন। তদন্তের স্বার্থে প্রমাণ এখনই সংগ্রহ করতে হবে। নইলে আর ভবিষ্যতে সংগ্রহ করা যাবে না।’ এরপরই বিচারপতি নির্দেশ, সমস্ত গাইডলাইন মেনে শনিবারই দ্বিতীয় ময়নাতদন্ত করতে হবে। ম্যাজিস্ট্রেট ও মৃতের বাবার উপস্থিতিতে ময়নাতদন্ত হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এছাড়াও মৃতের পরিবারকে হুমকি দেওয়ার যে অভিযোগ উঠেছে, তার তদন্ত করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। সোমবার ফের মামলার শুনানি।