• অপরাধীদের বাড়তে দেওয়া যাবে না, গুন্ডারাজ নিয়ে ওসিদের বার্তা লালবাজারের
    বর্তমান | ১৩ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ওসিরা পাপ্পুদের (পড়ুন সোনা পাপ্পু, লোহা পাপ্পু) বড় হতে দেবেন কেন? অপরাধ করলেই লকআপে ঢোকাতে হবে।’ শুক্রবার দুপুরে কলকাতা পুলিসের মাসিক ক্রাইম কনফারেন্সে সব থানার ওসিদের উদ্দেশে শহরে গুন্ডারাজ নিয়ে এই বার্তাই দিলেন লালবাজারের এক শীর্ষকর্তা। এই কনফারেন্সেই উঠে আসে কসবা, পার্ক স্ট্রিট থানা এলাকায় পর পর গুলি কাণ্ডের কথা। 


    এদিন কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল বলেন, বেআইনি নির্মাণের ক্ষেত্রে কলকাতা পুরসভা একবার স্টপ ওয়ার্কের নোটিস দেওয়ার পরেও সেখানে নির্মাণকাজ হলে দায় সংশ্লিষ্ট থানার ওসিকেই নিতে হবে। কোনওভাবে কলকাতা পুরসভার দিকে দায় ঠেলা যাবে না। পাশাপাশি, স্থায়ী কাঠামো গড়ে রাস্তাজুড়ে হকার যাতে বসতে না পারে, সেদিকে থানাকে লক্ষ্য রাখতে হবে। ফুটপাতে থাকা ভবঘুরেদের নাইট শেল্টারে পাঠানোর ব্যবস্থা করতে হবে। নতুন করে যাতে শহরে বেআইনি পার্কিং না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে। 


    গণপিটুনি ঠেকাতে দরকারে কলকাতা পুলিসের থানার ওসিরা মাইকে প্রচার চালাবেন। যাতে আম জনতার মধ্যে সচেতনতা বাড়ে। এলাকার বিশিষ্ট বাসিন্দাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি মার্কেট কমিটির সঙ্গেও বৈঠকে বসতে বলা হয়েছে থানাগুলিকে। যাতে কোনও ঘটনা ঘটলে, মানুষ আইন নিজের হাতে তুলে না নিয়ে স্থানীয় থানার দ্বারস্থ হন। যে সব থানা এলাকায় হস্টেল, মেস বা মার্কেট রয়েছে, ওই এলাকা নিয়ে সংশ্লিষ্ট থানাকে বাড়তি সতর্ক থাকতে হবে। উল্লেখ্য, মুচিপাড়া থানার উদয়ন হস্টেলে মোবাইল চুরির পরদিনই গণপিটুনির ঘটনা ঘটেছিল।
  • Link to this news (বর্তমান)