• বিপজ্জনক বাড়ির ব্যালকনি ভেঙে জখম বৃদ্ধ
    বর্তমান | ১৩ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে ভেঙে পড়ল আরও একটি বিপজ্জনক বাড়ি। শুক্রবার সকালে রাসবিহারী এলাকার একটি পুরনো বিপজ্জনক বাড়ির ব্যালকনি ভেঙে পড়ে। আহত হন এক বৃদ্ধ পথচারী। পুলিস জানিয়েছে, তাঁর নাম তপন বিশ্বাস। তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায় একটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। 


    কেওড়াতলা মহাশ্মশানের রাস্তায় ঢুকতে গলির মুখেই বাঁদিকে একটি তিনতলা বাড়ি রয়েছে। ঠিকানা ২, আর বি অ্যাভিনিউ। বাড়ির নীচের তলে একটি চায়ের দোকান চলে। এদিন সকালে আচমকা উপর থেকে ব্যালকনির একাংশ ভেঙে পড়ে। তবে নীচের টিনের শেড থাকায় বড় বিপত্তি ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, চায়ের দোকানে জটলা ছিল। টিনের ছাউনি না থাকলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। তপনবাবু কিছুটা বাইরের দিকে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। তখনই চাঙড় খসে পড়লে তাঁর মাথা ফেটে যায়। জখম বৃদ্ধের বাড়ি ওই এলাকাতেই। ঘটনার পর এলাকায় যান মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা দক্ষিণের সাংসদ তথা স্থানীয় ৮৮ নম্বরের কাউন্সিলার মালা রায় ও রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বাড়িটি বহু বছর ধরে জরাজীর্ণ। পুরসভা বিপজ্জনক বাড়ির পোস্টার লাগিয়ে দিয়েছে। বাড়িটি ভাঙতেও বলা হয়েছে। কিন্তু বাসিন্দারা কথা শুনছেন না বলে দাবি পুর কর্তৃপক্ষের।
  • Link to this news (বর্তমান)