নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন দোকান মালিকের কাছ থেকে তোলাবাজির ঘটনায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলাকারীর জাকির হোসেনের অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানা এলাকার উত্তর রায়পুর পঞ্চায়েত এলাকায় তাঁর একটি রেশন দোকান রয়েছে। তার পাশে সামগ্রী মজুতের জন্য একটি গোডাউনও রয়েছে। অভিযোগ, ওই গোডাউনে খাদ্যসামগ্রী ঢোকাতে গেলে এলাকার ৬-৭ জন ‘গুন্ডা’কে নিয়মিত তোলা দিতে হচ্ছে। তোলা না দিলে খাদ্যসামগ্রী ভর্তি ট্রাকগুলি গোডাউনে ঢোকানো যাচ্ছে না। পাশাপাশি দোকানের সামনেও তারা হুজ্জুতি চালাচ্ছে বলে অভিযোগ। মামলাকারীর আরও দাবি, বিষয়টি নিয়ে গত জানুয়ারি মাসে বজবজ থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিস। শুধু পুলিস নয়, জেলাশাসক সহ একাধিক উচ্চ পদস্থ আধিকারিকের কাছে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর বাধ্য হয়েই তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। শুক্রবার মামলাটি শুনানির জন্য উঠলে সবপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা নির্দেশে জানান, যেহেতু এটি একটি রেশন দোকান। সর্বসাধারণ যেহেতু ওই দোকান মারফত খাদ্যসামগ্রী সংগ্রহ করে থাকেন, তাই জনস্বার্থের কথা মাথায় রেখে পুলিসকে অবিলম্বে এব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। রেশন বিলি ও খাদ্যসামগ্রী মজুতের কাজে যাতে কোনও বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে হবে বজবজ থানার পুলিসকে।