নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল গার্ডেনরিচ থানার পুলিস। সূত্রের খবর, সম্প্রতি এক যুবতী গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেন। তাঁকে প্ররোচনা দেওয়ার অভিযোগেই গ্রেপ্তার করা হয় ফাহিম খান (২২) নামের ওই যুবককে। শোনা যাচ্ছে, ওই যুবক-যুবতীর মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু কিছুদিন পর থেকেই দূরত্ব তৈরি হয়। সেই কারণেই যুবতী আত্মহত্যা করলেন কি না, খতিয়ে দেখছে পুলিস। ধৃতকে বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হয়। বিচারক তাঁকে পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে, বুধবার সন্ধ্যায় মুচিপাড়া থানা এলাকায় এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতকে কলকাতা নগর দায়রার বিশেষ পকসো আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ১৫ জুলাই পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দেন। এদিন আদালতে কিশোরীর গোপন জবানবন্দির আর্জি জানানো হয়। বিচারক তা মঞ্জুর করেন। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় ওই কিশোরী বাড়ি ফিরছিল। অভিযোগ, ওই যুবক কিশোরীর পথ আটকে তার শ্লীলতাহানি করে। কিশোরী চিৎকার করলে যুবক চম্পট দেয়। থানায় অভিযোগ দায়ের হলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিস যুবককে গ্রেপ্তার করে।