• তাঁতশিল্পীদের জন্য উদ্যোগ, উন্নয়নের স্বার্থে বরাদ্দ ১ কোটি ১২ লক্ষ টাকা
    এই সময় | ১৩ জুলাই ২০২৪
  • তাঁত শিল্পীদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবার পুজোর আগে আরও বড় এক উদ্যোগ রাজ্যের। তাঁতিদের উন্নয়নের স্বার্থে ১ কোটি ১২ লক্ষ টাকার অনুমোদন দিল রাজ্য সরকার। আর এই আর্থিক অনুদান দেওয়া হচ্ছে পূর্বস্থলী ১ ব্লকের বগপুর হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটিকে। এর ফলে এই ক্লাস্টারের মোট ৫১৫ জন তাঁতি উপকৃত হবেন। পুজোর আগে শাড়ির বাজার পেতেও তাঁদের বাড়তি সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।শুক্রবার ক্লাস্টারের সদস্যদের নিয়ে পূর্বস্থলীর শ্রীরামপুর তন্তুজ ভবনে একটি বৈঠক আয়োজিত হয়। বৈঠকে শেষে তন্তুজ-র স্পেশাল অফিসার তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, 'হস্তচালিত তাঁত রক্ষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিকল্পনা নিয়েছেন সেটাই বৈঠকে তাঁতিদের বুঝিয়ে বলা হয়েছে।' স্বপন দেবনাথ আরও বলেন, 'হ্যান্ডলুম অফিসাররা এসে শিল্পীদের সঙ্গে বৈঠক করেছেন। কোন খাতে কত টাকা ব্যয় হবে তা বিস্তারিত জানিয়েছেন। এই টাকার মধ্যে সিএফসি (কমন ফ্যাসিলিটি সেন্টার) বিল্ডিং করার খরচ আছে, প্রায় ১০০ জন তাঁতিকে তাঁতের সরঞ্জাম দেওয়ার প্রস্তাব আছে, বিভিন্ন মেলায় অংশগ্রহণ করার জন্য কিছু টাকা ধরা আছে ও ট্রেনিং সহ বিভিন্ন খাতে টাকা ধরা আছে।' এছাড়া পুজোর আগে তাঁতিদের থেকে কাপড় সংগ্রহ করার জন্য শ্রীরামপুরে ও ধাত্রীগ্রামে ২টি ক্যাম্প করা হবে বলেও জানান মন্ত্রী।

    এদিকে কালনা মহকুমা হ্যান্ডলুম অফিসার রঞ্জিত মাইতি বলেন, 'কমন ফ্যাসিলিটি সেন্টার তৈরি, তাঁতের সরঞ্জাম ও কাঁচামাল কেনার জন্য অর্থের প্রয়োজন। এক্ষেত্রে তাঁতিদের সাহায্য করার জন্যই ১ কোটি টাকারও বেশি অনুমোদন করেছে রাজ্য সরকার।'

    উল্লেখ্য, এর আগে পরিবেশ বান্ধব রং ও আধুনিক ডিজাইন ব্যবহার করে তাঁত শিল্পের প্রসার ঘটাতেও অভিনব উদ্যোগ নিতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে। কী ভাবে তাঁত শিল্পীদের আরও স্বনির্ভর করে তোলা যায় এবং তাঁদের তৈরি জিনিসের যাতে আরও চাহিদা বৃদ্ধি পায়, তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
  • Link to this news (এই সময়)