• রাজনীতির ময়দানে পরেশ কন্যা, কোচবিহার তৃণমূলে নতুন দায়িত্বে অঙ্কিতা
    এই সময় | ১৩ জুলাই ২০২৪
  • রাজনীতির ময়দানে এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সম্পাদিকা করা হল। শুক্রবার রাতে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক৷তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে এদিন অঙ্কিতা অধিকারী বলেন, ‘গত লোকসভা নির্বাচনেও দলের হয়ে কাজ করেছি এবং দলের সকলের সাহায্য পেয়েছি। এবারে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি যে দায়িত্ব দিলেন তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব।’ তাঁর পিতা পরেশ অধিকারী দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত। এবার মেয়েও যোগ দিলেন রাজনীতিতে।

    কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে মেখলিগঞ্জে দলের হয়ে ভালো কাজ করেছে বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। তাই কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদকের দায়িত্ব দেওয়া হল।’ প্রসঙ্গত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী মেয়ে অঙ্কিতা অধিকারীর।

    বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এরপর আদালত তাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তিনি চাকরিতে থাকাকালীন যে বেতন পেয়েছিলেন সেই বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়। গোটা ঘটনায় হইচই পড়ে যায় রাজ্য জুড়ে। তারপর দীর্ঘদিন তিনি অন্তরালে ছিলেন। কিছুদিন আগে পরেশ অধিকারীর ছেলের মৃত্যুর পর রাজনীতিতে পা রাখলেন অঙ্কিতা।

    বিভিন্ন রাজনৈতিক মিটিং মিছিল থেকে শুরু করে লোকসভা নির্বাচনের প্রচারেও তাঁকে দেখা যায়। আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান না করলেও দলের হয়ে নানা কর্মসূচিতে অংশগ্রহণ করতেন তিনি। এরপরই শুক্রবার রাতে তাকে কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদিকা হিসেবে দলে যোগদান করানো হয়।

    উল্লেখ্য, ১৯৯১ সালে ফরওয়ার্ড ব্লকের টিকিটে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন পরেশ চন্দ্র অধিকারী। দীর্ঘদিন ধরেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৯৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হন। তিনি ২০০১, ২০০৬ এবং ২০১১ সালে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়ে পরপর জয়লাভ করতে থাকেন। তিনি ২০০৬ - ২০১১ সাল পর্যন্ত রাজ্যের বামফ্রন্ট সরকারের ভারপ্রাপ্ত খাদ্যমন্ত্রী ছিলেন। 2019 সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কিন্তু পরেশ চন্দ্র অধিকারী হেরে যান বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে। পরে মেখলিগঞ্জ আসন থেকে তিনি ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন।
  • Link to this news (এই সময়)